কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ এর বিশেষ অভিযানে ৫১ কেজি গাঁজা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল স্কার্প সিরাপ ও ৪ বোতল বিয়ারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন র্যাবের ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজার মোহাম্মদ সাকিব হোসেন।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার ৩ ডিসেম্বর সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৫১ কেজিগাঁ জা, ৫০ বোতল ফেন্সিডিল, ৫৪ বোতল স্কাপ, ৪ বোতল বিয়ারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলো নারায়নগঞ্জ জেলার বন্দর থানার একরামপুর ইস্পাহানী গ্রামের শফিকুল ইসলাম এর ছেলে মোঃ রানা মিয়া(২৭), একরামপুর ইস্পাহানী গ্রামের তারা মিয়ার ছেলে মোঃ রবিউল সোনারগাও থানার নাকপাড়া গ্রামের আব্দুল মান্নান এর ছেলে মোঃ আমান হোসেন আরমান(৩১)। অভিযানে সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত পিকআপটিও জব্দ করে র্যাব সদস্যরা।