কুমিল্লায় র্যাব-১১ সিপিসি-২ এর পৃথক অভিযানে কোতয়ালী থানা এলাকা থেকে ১৪ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম ৩ ডিসেম্বর সকালে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদ্বয় ফরিদপুর জেলার সদরপুর থানার আকুটেরচর গ্রামের মোঃ চাঁন মিয়ার ছেলে মোঃ জুয়েল বেপারী(৩৭) ও মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার কোরমিরা গ্রামের মৃত নাইম উদ্দীনের ছেলে মোঃ মনির হোসেন(৩৭)। অভিযানে মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সাইকেলটিও জব্দ করা হয়।
পৃথক অভিযানে ২ ডিসেম্বর দুপুরে কুমিল্লা কোতয়ালী মডেল থানাধীন গোমতিরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব সদস্যরা। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী হলোঃ কুমিল্লা কোতয়ালী থানার পয়াত মধ্যপাড়া গ্রামের মোঃ রকু মিয়া ছেলে মোঃ কাইয়ুম হোসেন(২৭)। অভিযানে মাদক পরিবহনের কাজে
ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশাটিও জব্দ করা হয়।