কুমিল্লা টিক্কারচর সংরাইশ গোমতীর নদীর পাড়ে ডিবি পুলিশের সাথে বন্দুক যুদ্ধে কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত তিন নাম্বার আসামি সাব্বির হোসেন ও পাঁচ নাম্বার আসামি সাজেন নিহত হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, একটি পাইপ গান, গুলি ও কার্তুজ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেন সদর সার্কেল অতি:পুলিশ সুপার সোহান সরকার।
মঙ্গলবার (৩০ নভেম্বর) রাত আনুমানিক বারটার সময় নগরীর সুজানগর এলাকার বালুমহল সংলগ্ন সংরাইশ গোমতী নদীর বেড়িবাঁধের উপর বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে।
কুমিল্লা মহানগরীর ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও আওয়ামীলীগকর্মী হরিপদসহ জোড়া খুনের আলোচিত হত্যা মামলার এজারভুক্ত আসামি ছিল সাব্বির ও সাজেন।
কুমিল্লা ডিবি পুলিশের এলআইসি টিমের ইনচার্জ এসআই পরিমল দাস পিপিএম নাগরিক খবরকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ৩০ নভেম্বর রাত বারটার পর কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলার এজাহারভুক্ত আসামিরা সংরাইশ বালুমহাল এলাকায় অবস্থানের খবর পেয়ে থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযান জালানো হয়। এ সময় ঘটনাস্থলে থাকা আসামিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি বর্ষণ শুরু করে। এ সময় উপস্থিত পুলিশ সদস্যরা নিজেদের জীবনের ও জান মালের নিরাপত্তার স্বার্থে পাল্টা গুলি বর্ষণ করে। গোলাগুলির একপর্যায়ে কয়েকজন দুষ্কৃতিকারী পালিয়ে যায়।
একপর্যায়ে গুলিবর্ষণ শেষে ঘটনাস্থলে দুই যুবককে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক উক্ত ব্যক্তিদের মৃত ঘোষণা করেন।
এ সময় সন্ত্রাসিদের ছোড়া গুলিতে পুলিশের তিনজন সদস্য আহত হয়। আহত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসার জন্য পুলিশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে নগরীর পাথরিয়াপাড়া থ্রি স্টার এন্টারপ্রাইজ নামক অফিসে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন কাউনন্সির সোহেল ও হরিপদ সাহা নামের দুজন। গুলিবিদ্ধ ৫ জনকে কুমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
কাউন্সিলর সোহেল কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। নিহত হরিপদ সাহা নগরীর ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য এবং সাহাপাড়া এলাকার বাসিন্দা।
জোড়া খুনের ঘটনায় গত ২৩ নভেম্বর রাতে কাউন্সিলর সোহেলের ছোট ভাই সৈয়দ মো. রুমন বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৮ থেকে ১০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।