1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
সোমবার, ০৬ মে ২০২৪, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাষ্ট্রসহ বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শে ফি‌লি‌স্তি‌নি‌দের প‌ক্ষে বি‌ক্ষোভ চল‌ছে হামা‌সের হামলায় তিন ইসরা্ই‌লি সেনা নিহত কু‌মিল্লায় শিশু ধর্ষণ ও হত্যার ঘাতক গ্রেফতার ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন ‌দেশ বি‌দে‌শের সকল খবর জান‌তে নাগ‌রিক খব‌রের পা‌শে থাকুন

রাজশাহীতে আ.লীগ ১০ বি‌দ্রোহী ২ স্বতন্ত্র ১ বিজয়ী

রাজশাহী সংবাদদাতা:
  • আপডেট টাইম : সোমবার, ২৯ নভেম্বর, ২০২১
  • ২৫৭ বার পঠিত

রাজশাহীর পবা ও মোহনপুর উপজেলায় তৃতীয় ধাপে ১৩টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে নৌকা প্রতীকে ১০ জন, আওয়ামী লীগের বিদ্রোহী ২ জন ও একজন জামায়াত সমর্থিত চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

রোববার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার পবা উপজেলার ৭টি এবং মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়ন পরিষদে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১২৬টি কেন্দ্রে বিরতিহীনভাবে চলে ভোট গ্রহণ। এবার সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে ভোট দিতে পেরে ভোটাররা আনন্দিত।

পবা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে ৪ জন এবং আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) হিসেবে ৩ জন প্রার্থী বিজয়ী হয়েছেন। বাকি একটিতে জামায়াত সমর্থিত স্বতন্ত্র প্রার্থী বিজয়ী হয়েছেন।

পবা উপজেলায় ইউপি নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে বিজয়ীরা হলেন, হুজুরীপাড়া ইউনিয়নে গোলাম মোস্তফা, দামকুড়া ইউনিয়নে মো. রফিকুল ইসলাম, বড়গাছী ইউনিয়নে শাহাদত হোসাইন সাগর। তবে হরিপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মো. বজলে রেজবি আল হাসান মুঞ্জিল নির্বাচিত হন।

এছাড়াও বিদ্রোহী প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন দর্শনপাড়া ইউনিয়নে শাহাদত হোসেন সাব্বির (আনারস), পারিলা ইউনিয়নে সাঈদ আলী মোরশেদ (ঘোড়া) ও হড়গ্রাম ইউনিয়নে জামায়াত নেতা স্বতন্ত্র আবুল কালাম আজাদ (অটোরিকশা)।

এদিকে জেলার মোহনপুর উপজেলার ৬টি ইউনিয়নের সবগুলোতেই আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বিজয়ীরা হলেন, মৌগাছি ইউনিয়নের আল আমিন বিশ্বাস, ধুরইল ইউনিয়নের দেলোয়ার হোসেন, রায়ঘাটি ইউনিয়নের বাবুল হোসেন, ঘাষিগ্রাম ইউনিয়নের আজহারুল ইসলাম, বাকশিমইল ইউনিয়নের আব্দুল মান্নান ও জাহানাবাদ ইউনিয়নের হযরত আলী।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com