নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের আদনান টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ মো. পারভেজ (২৮) মারা গেছেন। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল।
শনিবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ নিয়ে আদনান টাওয়ারে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো দুইজনে। এর আগে মামুন নামে আরও একজনের মৃত্যু হয়। তার শরীরও ১০০ শতাংশ দগ্ধ ছিল।
একই ঘটনায় দগ্ধ জীবন (২০) গুরুতর অবস্থায় চিকিৎসাধীন। তার শরীরের ৩০ শতাংশের বেশি দগ্ধ রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘পারভেজ নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়। এখন জীবন নামে এক তরুণ চিকিৎসাধীন রয়েছেন। তার অবস্থাও বেশ ক্রিটিক্যাল। তার শরীরের ৩০ শতাংশ দগ্ধ হয়েছে।’
জানা গেছে, গত ২৫ নভেম্বর সন্ধ্যার দিকে সিদ্ধিরগঞ্জ ইপিজেডের বিপরীত দিকের সাততলা একটি ভবনে চতুর্থ তলায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ দুর্ঘটনায় অনন্ত অ্যাপারেল গার্মেন্টসের তিনজন পোশাক শ্রমিক দগ্ধ হন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।