তৃতীয় ধাপে দেশের ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।এ নির্বাচন উপলক্ষে ভোটের এলাকায় ৭২ ঘণ্টার জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ২৬ নভেম্বর মধ্যরাত ১২টা থেকে ২৯ নভেম্বর মধ্যরাত ১২টা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
ইসির উপ-সচিব মো. আতিয়ার রহমান বলেন, ইতোমধ্যে আমরা সংশ্লিষ্ট নির্দেশনা পাঠিয়ে দিয়েছি। জেলা প্রশাসক এ নির্দেশনা বাস্তবায়নে সহায়তা করবে। শুধু মোটরসাইকেল না, সব যন্ত্রচালিত যানবাহন ২৭ নভেম্বর থেকে মধ্যরাত থেকে ২৮ নভেম্বর মধ্যরাত পর্যন্ত চলাচল বন্ধ থাকবে।
সাংবাদিক, নির্বাচন কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা বাহিনীসহ জরুরি সেবার কাজে নিয়োজিতদের জন্য এ নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না।
এদিকে, ভুল-ত্রুটি সংশোধন করে পরবর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনগুলোর ভোট ভালোভাবে করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশনা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
বুধবার (২৪ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ বৈঠকে এ কথা বলেন সিইসি।
তিনি বলেন, নির্বাচনী উত্তাপ কখনো কখনো সহিংসতায় রূপ নেয়, যা কোনোভাবেই কাম্য নয়।
তবে এবারের ইউনিয়ন পরিষদ নির্বাচন এখন পর্যন্ত অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হয়েছে উল্লেখ করে সিইসি জানান, প্রথম তিন দফায় ৭৩ শতাংশ ভোট পড়েছে।
এ সময় আগামী ধাপের ভোটগুলো সার্থকভাবে করতে সবার সহযোগিতা চান প্রধান নির্বাচন কমিশনার।