রাজধানীর ভাটারা এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ। গ্রেফতারকৃত আসামি মোঃ শাকিল, মোঃ কামাল, মোঃ শাহজাহান ও মোঃ নিয়াজ মাহমুদ।
অভিযানে নেতৃত্ব দেয়া ডিবি ওয়ারী বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম জানান, ২০ নভেম্বর, ২০২১ (শনিবার) ১৯:২৫ টায় ভাটারা থানার সাঈদনগর এলাকা থেকে ২৪ হাজার পিস ইয়াবাসহ শাকিল, কামাল, শাহজাহান ও নিয়াজ মাহমুদকে গ্রেফতার করা হয়।
এই বিপুল পরিমান ইয়াবা উদ্ধার সম্পর্কে গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা বলেন, ঢাকা মহানগরীতে বিশেষ অভিযান পরিচালনাকালে তথ্য আসে যে কতিপয় মাদক ব্যবসায়ী ভাটারা থানার সাঈদনগর এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করার জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের এক পর্যায়ে ভাটারার সাঈদনগর ওয়ার্কশপ গলি (গ্যারেজপট্রি) এর সামনে ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করে। এ সময় গ্রেফতার করা হয় শাকিল, কামাল, শাহজাহান ও নিয়াজ মাহমুদকে। আর তাদের হেফাজত থেকে উদ্ধার করা হয় ২৪০০০ পিস ইয়াবা।
ভাটারা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
গোয়েন্দা ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ আশরাফ হোসেন পিপিএম-সেবা এর নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ তরিকুর রহমান এর তত্ত্বাবধানে সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোঃ শামসুল ইসলাম এর নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।