কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক দুটি অভিযানে কুমিল্লার সদর দক্ষিণ ও কোতয়ালি থানা এলাকা থেকে ৪ হাজার ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, ৬ কেজি গাঁজা ও বিদেশী মদসহ তিনজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা এর একটি আভিযানিক দল ২১ নভেম্বর ভোর রাতে কুমিল্লা সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৬৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রংপুর জেলার বদরগঞ্জ থানার শাহাপুর গ্রামের মোঃ খলিল মন্ডল এর ছেলে মোঃ মাহামুদুন নবী রিপন (২৪)।
পৃথক অভিযানে রোববার ২১ নভেম্বর সকালে কুমিল্লা
কোতয়ালি থানাধীন আমতলী বিশ্বরোড এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলে গাঁজা ও বিদেশী মদ পরিবহনের সময় ৬ কেজি গাঁজা ও ৩ বোতল বিদেশী মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রাজবাড়ী জেলার সদর থানার দক্ষিণ ভবানীপুর গ্রামের মোঃ একরাম মিয়ার ছেলে মোঃ রুবেল (৩০) ও চাঁদপুর জেলার মতলব উত্তর থানার লুদুয়া গ্রামের মোঃ আমিনুল ইসলামের ছেলে অয়ন (১৯)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১টি মোটর সাইকেল জব্দ করে র্যাব সদস্যরা। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।
এ বিষয়ে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে।