জীবন জাগুক দুয়ার খুলুক আসুক নিয়ে গতি
হাসুক সবাই আনন্দেতে তোমার কিসের ক্ষতি
বেদনা না এলে বুঝতে সুখের কতো মূল্য
সুখ যে স্বর্গীয় ভুবন জুড়ে নাই তার কোনো তুল্য
মরণ বিষ যে ছুয়ে গেছে মোদের উনিশ বিশে
কেটেছে দিন অমানিশায় বদ্ধ ঘরে বসে
খবর নিতে পারিনি তো পারিনি যে দেখতে
আতংক যে পর করেছে আপনজনকে খুঁজতে!
দেখা হয়নি মৃত্যুতেও আপনজনের সাথে
এবার সবে ক্ষমা করো ডাকছি দিনে রাতে
সুখের দিন যে কেটে গেছে কখন সে কোন প্রাতে
দুঃখ ভুলে নতুন করে খুঁজছি আলো বাঁচতে।
প্রদীপখানি তুলে ধরি সবাই উঁচু করে
দেখবে তবে আঁধার যাবে দূর আকাশে সরে।
আঁধার যত, দুঃখ যত সব তাড়াতে হবে
নতুন করে জীবনটাকে আবার গড়তে হবে।
থেমে থাকা নয়কো জীবন চলাই যে তার রীতি
চলতে চলতে শিখিয়ে দেয় জীবনের নাম গতি।
গতি আছে জীবন আছে থেমে থাকাই মরণ
এই কথাটা ভীষণ সত্য সবাই রাখি স্মরণ।