মিরপুরের দারুস সালাম এলাকায় একটি বাসায় শ্যালকের গুলিতে দুলাভাই ফারুক হোসেন (৪৮) নিহত হয়েছেন। পুলিশ বলছে, পারিবারিক কলহের জেরে শ্যালক তার দুলাভাইকে গুলি করে। পুলিশ শ্যালক অশ্রুকে অস্ত্রসহ গ্রেফতার করেছে।
শনিবার (২০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। দারুস সালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, শ্যালক অশ্রুকে অস্ত্রসহ আটক করা হয়েছে। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। তবে অস্ত্রটি অশ্রুর মুক্তিযোদ্ধা বাবার লাইসেন্স করা ছিল। তিনি মারা যাওয়ার পর তার স্ত্রীর (অশ্রুর মা) নামে সেটা ইস্যু করা হয়। সে অস্ত্র দিয়ে অশ্রু তার দুলাভাইকে গুলি করেছে বলে জানতে পেরেছি।
তিনি আরও জানান, গুরুতর আহতাবস্থায় স্বজনরা ফারুক হোসেনকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।