দিনাজপুরের হাকিমপুর (হিলি) প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মোস্তাফিজুর রহমান মিলন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মুরাদ ইমাম কবির।
শুক্রবার (১৯ নভেম্বর) প্রেসক্লাব কার্যালয়ে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে কমিশনারের দায়িত্ব পালনকারী আনারুল ইসলাম টুকু বলেন, নির্বাচন শেষে ১৮ ভোট পেয়ে তৃতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের হিলি প্রতিনিধি গোলাম মোস্তাফিজুর রহমান মিলন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাহিদুল ইসলাম পেয়েছেন ১৭ ভোট। অন্যদিকে ২২ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বাংলা ভিশনের হিলি স্থলবন্দর প্রতিনিধি মুরাদ ইমাম কবির। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনোয়ার হোসেন বুলু পেয়েছেন ১৪ ভোট।
নির্বাচনে প্রেসক্লাবের ৩৯ সদস্য ভোট দেন। এর মধ্যে সভাপতি পদে চারটি এবং সাধারণ সম্পাদক পদে তিনটি ভোট বাতিল হয়ে যায়।