রাজধানীর যাত্রাবাড়ীর সায়েদাবাদের জনপথ মোড় এলাকার একটি দোকানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ হয়ে চিকিৎসাধীন আবুল কালাম (৫০) নামে আরও একজন মারা গেছেন।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ নিয়ে বিস্ফোরণের ঘটনায় তিনজনের মৃত্যু হলো। মারা যাওয়া অন্য দুজন হলেন বিশ্বনাথ দত্ত ও রিপন মিয়া।
শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন এস এম আইয়ুব হোসেন জানান, সায়েদাবাদ জনপদ মোড় থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ছয়জনকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে রোববার বিশ্বনাথ দত্ত নামে একজনের মৃত্যু হয়। আজ মঙ্গলবার ভোরে রিপন মিয়া নামে আরেকজন মারা যান। সর্বশেষ সকাল সাড়ে ৯টার দিকে আবুল কালামের মৃত্যু হয়।
তিনি জানান, হাসপাতালে আসা বাকি তিনজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মধ্যে কবির হোসেনের ৮৫ শতাংশ ও শফিকুল ইসলামের শরীরের ৭৮ শতাংশ পুড়ে গেছে। শামসুদ্দিন রবিন নামে একজনের ৫ শতাংশ বার্ন হওয়ায় তিনি চিকিৎসা নিয়ে আগেই হাসপাতাল ছেড়েছেন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, আবুল কালামের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
গত শনিবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে সায়েদাবাদের জনপদ মোড় এলাকায় একটি গ্যাস সিলিন্ডারের দোকানে সিলিন্ডারে রং করার সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ছয়জন দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।