করোনায় গত ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। তাদের সবাই পুরুষ এবং সরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৯২৬ জনে।
এর আগের গত ২৪ ঘণ্টাতেও সারাদেশে করোনায় ৪ জনের মৃত্যু হয়।
গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় নতুন ২৩৪ জন রোগী শনাক্ত হয়। এ নিয়ে শনাক্ত করোনা রোগীর সংখ্যা ১৫ লাখ ৭২ হাজার ৭৩৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩২ শতাংশ।
সোমবার (১৫ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম স্বাক্ষরিত করোনা পরিস্থিতি সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।