মাথায় আঘাত পেয়ে রাস্তায় পড়েছিল এক কিশোর। উদ্ধার করে পুলিশ হাসপাতালে নেয়া হলেও নিজের বা বাবা-মা কারও নাম বলতে পারছে না সে। তার মৃগী রোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এই কিশোরের পরিচয় খুঁজছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডেমরা থানা পুলিশ। রোববার এক প্রেস বার্তায় ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেসন্স বিভাগ এ তথ্য জানিয়েছে।
ডিএমপি জানায়, কিশোরের বয়স আনুমানিক ১৪ থেকে ১৫ বছর। গত ৮ আগস্ট ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে ডেমরা থানা পুলিশ ডেমরা স্টাফ কোয়ার্টারে গিয়ে ছেলেটিকে উদ্ধার করে। সে মাথায় আঘাতপ্রাপ্ত ছিল।
এরপর তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ১০৩ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। বিভিন্নভাবে চেষ্টা করেও ছেলেটির পরিবারের সন্ধান না পেয়ে গণমাধ্যমে তার ছবি দিয়ে পরিচয় শনাক্তে সাহায্য চেয়েছে পুলিশ।