রাজধানীর কদমতলী থানা এলাকা হতে মোঃ আলমগীর হোসেন নামে এক ব্যক্তি হারিয়ে গেছে। তার বয়স ৪৪ বছর। পিতার নাম মৃত আঃ বারেক। তার গ্রামের বাড়ি নারায়নগঞ্জ এর আড়াইহাজার।
কদমতলী থানা সূত্রে জানা যায়, ১৬অক্টোবর ২০২১ বিকাল ৫টায় কদমতলী থানার পীরের বাগ, খালপাড় এলাকার বাসা হতে গ্রামের বাড়ি যাওয়ার জন্য বাহির হয়। কিন্তু সে গ্রামের বাড়ি যায়নি এবং বাসায় ফিরে আসেনি। পরবর্তীতে সে বাসায় ফিরে না আসায় সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করে না পাওয়ায় তার ছেলে কাজেম আল জিহাদ কদমতলী থানায় এ সংক্রান্তে জিডি করেছেন। জিডি নং-১৩৬৫ তারিখ-২১/১০/২০২১খ্রি:।
কোন সহৃদয়বান ব্যক্তি ছবির লোকটির সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ কদমতলী থানা (০১৩২০-০৪০৫৬৫) ও ডিউটি অফিসারের (০১৩২০-০৪০৫৭২) নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হল।সুত্র: ডিএমপি