রাজধানীর মতিঝিল থানা এলাকা থেকে ৫ হাজার পিস ইয়াবাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা মতিঝিল বিভাগ।গ্রেফতারকৃতরা হলো মোঃ মামুনুর রশিদ, রাসেল ফেরদৌস রাকিব, মোঃ বেলাল, আব্দুল্লাহ আল মামুন ও মোঃ দুলাল হোসেন। রবিবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬:২০টা থেকে ধারাবাহিক অভিযানে মতিঝিল ও গুলশান থানা এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
গোয়েন্দা মতিঝিল বিভাগের অবৈধ অস্ত্র উদ্ধার ও মাদক নিয়ন্ত্রণ টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কতিপয় মাদক ব্যবসায়ী প্রাইভেটকারযোগে ইয়াবা ট্যাবলেট বিক্রয় করার জন্যে মতিঝিল থানার পোস্ট অফিস এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকারসহ মামুন, রাসেল, বেলাল ও আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়।
এসময় প্রাইভেট কার তল্লাশি করে ৫০০০ পিস ইয়াবা ট্যালেট উদ্ধার করা হয়। পরবর্তীতে গ্রেফতারকৃতদের দেয়া তথ্য মতে রাত ৮:৩০টায় গুলশানের শাহজাদপুর এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত প্রাইভেট কারের মালিক মোঃ দুলাল হোসেনকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্য সম্পর্কে তিনি বলেন, গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে প্রাইভেটকার যোগে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রয় করতো। মাদক বিক্রয়ের টাকা প্রাইভেট কারের মালিক দুলাল হোসেনের কাছে জমা করতো। পরবর্তীতে দুলাল হোসেন মাদক বিক্রির টাকা সবার মধ্যে বন্টন করে দিতো। এ সংক্রান্তে মতিঝিল থানায় মামলা রুজু হয়েছে বলে জানান গোয়েন্দা এ পুলিশ কর্মকর্তা।