পীরগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হিন্দুপল্লীতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার মুল হোতাকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শুক্রবার (২২ অক্টোবর) রাতে মুল হোতাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
তিনি বলেন, রংপুরের পীরগঞ্জে হিন্দুপল্লীতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের উদ্দেশ্যে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রধান হোতাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ব্যক্তির নাম ও ঠিকানা শনিবার (২৩ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা বলেন কমান্ডার খন্দকার আল মঈন।