ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে রুপালী নামের একটি মেয়ে হারিয়ে গেছে। রুপালীর বয়স ১৬ বছর। তার বাড়ি ঝিনাইদহের সদরের বাঁশেরদাড়ী গ্রামে।
রুপালী গত ১১ অক্টোবর, ২০২১ বাড়ি থেকে তার ভাইয়ের সাথে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঘুরতে এসে হারিয়ে যায়। সম্ভাব্য সকল জায়গায় ও নিকট আত্মীয়ের বাসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তাকে খুঁজে না পেয়ে তার এক আত্মীয় ১৭ অক্টোবর, ২০২১ ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১২০০।
রুপালীর গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার। তাঁর উচ্চতা আনুমানিক ৫ ফুট, হারিয়ে যাওয়ার সময় তার পরনে সেলোয়ার কামিজ ছিলো। সে ঝিনাইদহের আঞ্চলিক ভাষায় কথা বলে।
কোন স্বহৃদয় ব্যক্তি ছবিতে প্রদর্শিত (রুপালী) এর সন্ধান জেনে থাকলে এসআই মোঃ কাউসার আহম্মেদ টিটু (০১৫১৫-২৬২৮৪৩) অথবা অফিসার ইনচার্জ শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।সুত্র:ডিএমপি নিউজ