ঢাকার শাহবাগ থানা এলাকা থেকে আফসানা (১৫) নামের একটি মেয়ে হারিয়ে গেছে। তার বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার আবিদপুর গ্রামে।
নিখোঁজ মেয়েটি শাহবাগ থানার ফুলার রোডে অবস্থিত মাহবুবা বেগমের বাসায় গৃহকর্মীর কাজ করত। মেয়েটি গত ১৭ অক্টোবর, ২০২১ ফুলার রোডের বাসা থেকে কাউকে কিছু না বলে চলে যায়। সম্ভাব্য সকল জায়গায় ও নিকট আত্মীয়ের বাসায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
তাকে খুঁজে না পেয়ে মাহবুবা বেগম গত ২০ অক্টোবর, ২০২১ ডিএমপির শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর-১৪১৯।
মেয়েটির গায়ের রং শ্যামলা, চুল- লম্বা। তাঁর উচ্চতা আনুমানিক ৪ ফুট ১০ ইঞ্চি। হারিয়ে যাওয়ার সময় তার পরণে থ্রি পিছ ও বেগুনি বংয়ের ওড়না ছিলো।
কোন হৃদয়বান ব্যক্তি ছবিতে প্রদর্শিত আফসানার সন্ধান জেনে থাকলে অফিসার ইনচার্জ শাহবাগ থানা (০১৩২০-০৩৯৫২০) নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।সুত্র:ডিএমপি নিউজ