বৃহত্তর কুমিল্লার পরিচিত মুখ, কুমিল্লা সরকারি মহিলা (ওমেন্স) কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর জোহরা আনিস ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কুমিল্লা ট্রমা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ অক্টোবর বৃহ:পতিবার বিকেল চারটার সময় তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৫ বছর।
মরহুমের প্রথম জানাজার নামাজ আজ শুক্রবার ২২ অক্টোবর সকাল সাড়ে ৮টায় কুমিল্লা টাউনহল মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজার নামাজ বাদ জুম্মা ব্রাক্ষণবাড়ীয়া জেলার কসবা সৈয়দাবাদে অনুষ্ঠিত হবে। সকলে মরহুমের জানাজার নামাজে শরীক হয়ে তার আত্মার মাগফেরাত কামনা করার জন্য অনুরোধ জানান মরহুমের ছোট বোন ভিক্টোরিয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মাসুদা মনির তোফা।
প্রফেসর জোহরা আনিসের মৃত্যুতে নাগরিক খবর নিউজ পেপারের পক্ষ থেকে তার আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।
এক নজরে প্রফেসর জোহরা আনিস :-
প্রফেসর জোহরা আনিস মা হিসেবে তার তিন সন্তানকে সর্ব্বোচ পর্যায়ে প্রতিষ্ঠিত করার মাধ্যমে রত্নগর্ভা মা হিসেবে ভুষিত হয়েছেন। ২০১৮ সালে বেগম রোকেয়া পদক লাভ করেন ।কুমিল্লার একজন শিক্ষাবিদ হিসেবে শিক্ষা, শিল্প, সাহিত্য, খেলাধুলা ও সাংস্কৃতিক অঙ্গনসহ নানা সংগঠনের নেতৃত্ব দিয়েছিলেন তিনি । সর্বশেষ তিনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে কর্মরত থেকে তিনি অবসর গ্রহন করেন।
প্রফেসর জোহরা আনিসের তিন সন্তানদের মধ্যে ছেলে ডা. মো: আরিফ মোর্শেদ খান, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক নাক-কান-গলা বিশেষজ্ঞ । দুই মেয়ের মধ্যে মিসেস জোবেদা কনক খান, সহযোগী অধ্যাপক শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মিসেস রাশেদা রওনক খান সহকারী অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মরত রয়েছেন।
🤍