রাজধানীতে ফুটপাতে মৃত সন্তান জন্ম দেওয়া রেখাও (৪৫) মারা গেছেন। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।রোববার (১৭ অক্টোবর) দিনগত রাত রাত ৩টার দিকে রেখাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাকালীণ সোমবার (১৮ অক্টোবর) সকাল ৬টার দিকে তার মৃত্যু হয়।
পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) জাহাঙ্গীর হোসেন বলেন, ওই নারী ফুটপাতে একটি মৃত সন্তান প্রসব করে। আমরা খবর পেয়ে বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ পাশের ফুটপাত থেকে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করি। এরপর ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, আমরা তার শুধু নামটা জানতে পেরেছি। সে জানায়- তার নাম রেখা (৪৫)। সে ওই এলাকাতেই থাকতো। ফুটপাতে ঘুমাতো, সে ভবঘুরে প্রকৃতির। আর কিছু বলতে পারেনি।