প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহস, সততা ও দূরদর্শিতার সুফল পাচ্ছে বলে মন্তব্য করেছেন তার বেসরকারি শিল্প ও বিনিয়োগবিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। শনিবার (৯ অক্টোবর) ঢাকা জেলার নবাবগঞ্জ ও দোহার উপজেলার আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ঢাকার নবাবগঞ্জ ও দোহার উপজেলার আইটি বিশেষজ্ঞ ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। একই সঙ্গে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ইনফো সরকার-৩ প্রকল্পের আওতায় নবাবগঞ্জ ও দোহার উপজেলায় ২২টি ইউনিয়নে কানেক্টিভিটি উদ্বোধন বিষয়ক একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সালমান এফ রহমান বলেন ‘সবাই কিন্তু একটি প্রশ্ন করে, তোমাদের প্রধানমন্ত্রী কীভাবে দেশটা এ পর্যায়ে নিয়ে আসছে। তারা কেউ বিশ্বাস করতে চায় না। এখন প্রতিটি সেক্টরেই উন্নতি হয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে যখন ক্ষমতায় এলেন তখন মাথাপিছু আয় ছিল মাত্র সাড়ে ৪০০ ডলার। আর ১১ বছর পর এ আয় এসে দাঁড়িয়েছে ২ হাজার ২২৭ ডলারে। এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য প্রধানমন্ত্রীর মতো দেশের প্রতিটি নাগরিককে পরিশ্রম করতে হবে। সবার ঐকান্তিক পরিশ্রম দেশকে উন্নত রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেন তিনি।