যাত্রাবাড়ীর রায়েরবাগে মাইক্রোবাসের ধাক্কায় স্বপন তাবরীজ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শুক্রবার (৮ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের পরিবারের সদস্যরা জানান, রায়েরবাগ এলাকা থেকে দুপুরে বাসাবো এক আত্মীয়ের বাসায় বেড়াতে যান স্বপন তাবরীজ। সেখান থেকে রাতে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি।
স্বপনের গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। রায়েরবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন তিনি। যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ খালেক বলেন, ‘চট্টগ্রামগামী একটি মাইক্রোবাসের চাপায় এ দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাস শনাক্ত এবং এর চালককে আটকের চেষ্টা চলছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন আছে।