শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসীকর্মীরা বিনামূল্যে করোনা পরীক্ষা করিয়ে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) যাচ্ছেন। গতকাল রোববার (৩ অক্টোবর) প্রথমদিন প্রবাসীকর্মী ও যাত্রীসহ ১ হাজার ২৮০ জন বিমানবন্দরে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবরেটরিতে বিনামূল্যে নমুনা পরীক্ষা করিয়ে ইউএই যান।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় যাত্রীপ্রতি ১ হাজার ৬০০ টাকা খরচ বহন করছে।
সূত্র জানায়, ৩০ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত ইউএই যাত্রার ছয় ঘণ্টা আগে মোট ২ হাজার ৬৮১ জন যাত্রী করোনার নমুনা পরীক্ষা করান। তাদের মধ্যে মাত্র চারজন যাত্রীর করোনা পজিটিভ পাওয়া যায়।
৩০ সেপ্টেম্বর ৬৫ জন, ১ অক্টোবর ৩৪১ জন, ২ অক্টোবর ৯৯৫ জন এবং ৩ অক্টোবর ১ হাজার ২৮০ জন প্রবাসী কর্মী ও যাত্রীর নমুনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ২ সেপ্টেম্বর একজন ও ৩ সেপ্টেম্বর তিনজনসহ চার যাত্রীর করোনা পজিটিভ ধরা পড়ে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ বলেন, গতকাল (৩ অক্টোবর) থেকে বিমানবন্দরে ইউএইগামী যাত্রীদের বিনামূল্যে করোনার নমুনা পরীক্ষা করা হচ্ছে।