রাজধানীর পল্টন থানা এলাকা থেকে ইয়াবা ও মাদকদ্রব্য ইয়াবা পরিবহণে ব্যবহৃত মোটরসাইকেলসহ পাঁচজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর গোয়েন্দা ওয়ারী বিভাগ।
গ্রেফতারকৃতরা হলো মোঃ কামরুজ্জামান, মোঃ হুমায়ুন কোবির শিকদার, মোঃ আলাল আহমেদ ওরফে দুলাল মিয়া, মোঃ আব্দুল্লাহ ও মোঃ জয়নাল আবেদীন ওরফে অলী। এসময় তাদের হেফাজত থেকে ১০০০০ পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়েছে। একইসাথে মাদকদ্রব্য ইয়াবা পরিবহণের কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া ওয়ারী জোনাল টিমের অতিঃ উপ-পুলিশ কমিশনার মোঃ আবু আশরাফ সিদ্দিকী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বৃহ:পতিবার সন্ধ্যায় পল্টন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবাসহ তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দুইটি মোটরসাইকেল যোগে বিশেষ কায়দায় এই ইয়াবা বহন করছিল। এ সংক্রান্তে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পল্টন থানায় মামলা রুজু হয়েছে।