1. nagorikkhobor@gmail.com : admi2017 :
  2. shobozcomilla2011@gmail.com : Nagorik Khobor Khobor : Nagorik Khobor Khobor
শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৪:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কু‌মিল্লায় ডি‌বির পৃথক অ‌ভিযা‌নে ইয়াবা ফে‌ন্সি‌ডিল আটক ৩ আমদানি-রপ্তানি বন্ধ করলে ক্ষতিগ্রস্ত হবে ভারত – এম সাখাওয়াত হোসেন দে‌শের প্রয়োজ‌নে বিএনসিসির সদস্যরা বিশাল শক্তি হিসেবে কাজ কর‌বে – সেনাপ্রধান কু‌মিল্লায় সাংবা‌দিক‌দের সা‌থে পু‌লিশ সুপা‌রের মত‌বি‌নিময় নারায়নগন্জ মহানগর বিএনপির র‍্যালিতে কৃষক দলের অংশগ্রহন। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নারায়ণগ‌ঞ্জে বিএন‌পির র‍্যালি গোপালগ‌ঞ্জে দিনমুজুর‌কে হত্যা মামলায় গ্রেফতার, নবজাতক দুই বোন নিয়ে দিশেহারা ছোট ভাই শ্রমিকদের বকেয়া পরিশোধ কর‌তে হ‌বে, না করলে প্রশাসক নিয়োগ হ‌বে- সাখাওয়াত বাংলাদেশ থেকে জাপানি সৈন্যদের দেহাবশেষ ফিরিয়ে নিবে আজারবাইজানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

ডিজিটাল বাংলাদেশ গড়‌তে কাজ করছেন প্রধানমন্ত্রী-‌ স্পিকার

নাগরিক অনলাইন ডেস্কঃ
  • আপডেট টাইম : বুধবার, ২৯ সেপ্টেম্বর, ২০২১
  • ২৪৯ বার পঠিত

বঙ্গবন্ধুর অসমাপ্ত কাজ সম্পাদন ও দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনীতির মূল দর্শন। উন্নয়নের প্রতিটি ক্ষেত্রে শক্ত ভীত রচনা করতে কাজ করছেন তিনি।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে সংসদ ভবনস্থ এলডি হলে বাংলাদেশ জাতীয় সংসদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত‌ব্যে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ কথাগু‌লো ব‌লেন।

তিনি বলেন, দীর্ঘ দুর্গম সংগ্রামী জীবন পাড়ি দিলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা অদম্য সাহস ও মনোবল নিয়ে এগিয়ে গেছেন। ১৭ ১৯৮১ সালে প্রধানমন্ত্রী স্বদেশ প্রত্যাবর্তনের পর জনগণের ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন, স্বৈরশাসনের অবসানের সংগ্রাম, সংবিধান লংঘনের মাধ্যমে হারানো গণতন্ত্র পুনরূদ্ধার, মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামের জন্য নেতৃত্ব দিয়েছেন, প্রত্যন্ত অঞ্চলে ঘুরে বেড়িয়েছেন জনগণের কল্যাণে। তার নেতৃত্বে বঙ্গবন্ধুর হত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর হয়েছে।

ড. শিরীন শারমিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন বিস্ময়। নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু নির্মাণসঅহ আজ দেশের সবক্ষেত্রে উন্নয়ন বিস্ময়কর। তিনি ভূমিহীন, গৃহহীনদের আবাসনের ব্যবস্থা করেছেন। সম্প্রতি প্রধানমন্ত্রী জাতিসংঘে এসডিজি প্রগ্রেস অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন।

চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়নে সর্বদা কাজ করে যাচ্ছেন। তার সুদক্ষ পরিচালনায় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের সারিতে উন্নীত হয়েছে বাংলাদেশ। ভিশন ২০৪১ বাস্তবায়নে তিনি নিরলস কাজ করছেন বলে উল্লেখ করেন চিফ হুইপ।

হুইপ ইকবালুর রহিম বলেন, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। দেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই তার মূল লক্ষ্য।

সংসদ সচিবালয়ের সচিব কে এম আব্দুস সালামের সভাপতিত্বে ও পরিচালক তারিক মাহমুদের সঞ্চালনায় দোয়া মাহফিল অনুষ্ঠানে পার্লামেন্ট মেম্বার্স ক্লাবের সাধারণ সম্পাদক ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম এমপি, আব্দুল্লাহ আল জ্যাকব এমপি, সুবর্ণা মুস্তাফা এমপি, জাকিয়া পারভীন এমপি, আবিদা আনজুম মিতা এমপি, কানিজ ফাতেমা আহমেদ এমপি, নার্গিস রহমান এমপি, সৈয়দা রুবিনা আক্তার ও জিন্নাতুল বাকিয়া এমপি বক্তব্য দেন।

সংসদ সচিবালয় মসজিদের ইমাম কারি আবু রায়হান অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2020 nagorikkhobor.Com
Theme Developed BY ThemesBazar.Com