অ এর অবস্থা—— মাসুদা তোফা
অভাব অশান্তি বাড়ায়
অসুস্থ শরীর মন হারায়
অন্যায় পাপ বাড়ায়
অপকর্ম দুঃখ বাড়ায়
অলস অবোধরা নিজেকে হারায়
অধীন অধীর হয় অন্যায় চাপে
অতি অতির গতি নাই
অতীত স্মৃতি ভুলে যেতে নাই
অযথা অসম্মান করতে নাই
অসহ্য হলেও অহিংস থেকো
অহংকার অকালে অনটন পতন আনে
অকারণে অশ্লীল শব্দোচ্চারণ করো না
অহেতুক অনমনীয় হয়ো না
অনধিকার চর্চা করতে যাবে না
অযাচিত অশোভন অসুন্দর
অবান্তর বাক্যবাণে আহত করো না
অভদ্র অশালীন অরুচিকর
আচরণে বিরত থাকি
অযথা অবাধ বিচরণ অশোভন হয়
অজ্ঞান অশিক্ষিতদের জ্ঞান দাও সবে
অসুর দলের অপরাধের সাথী হবে না
অর্থ অপরাধ অনাসৃষ্টি বাড়ায়
অমানবিক নিষ্ঠুর আচরণ হীনদের কাজ
অনাথ অক্ষমের পাশে দাঁড়াও
অভিযোগ অচিরেই খন্ডন করে নাও
অযোগ্য মানুষের অযথা অন্তর্দাহ হয়
অকপটে সত্য বলো অসত্য এড়িয়ে চলো
অপশক্তিকে দূরে পাঠাও শক্তি অর্জন করো
অমঙ্গল অকল্যাণ কামনা কখনো ভালো নয়
অচিরেই অসত্য ডুবে মরুক
অসত্য নয় সত্য সকল অপশক্তি রোধ করুক।
অনন্য, অসাধারণ, অভূতপূর্ব কাজে
অবিলম্বে লেগে পড়ি সবে
অকল্যাণ অশান্তি দূর হউক তবে।
মাসুদা তোফা
সহযোগী অধ্যাপক
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ
২৫.৯.২১