ঢাকার আশুলিয়ায় করোনাভাইরাসে মৃত্যুর পর এক যুবকের লাশ হাসপাতালে রেখে পালিয়ে গেছেন স্ত্রী ও স্বজনরা। মৃত যুবকের নাম স্বপন মিয়া (৩৫)। তাঁর বাড়ি আশুলিয়ার জামগড়া এলাকায়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, করোনাভাইরাসের উপসর্গ থাকায় গত ১ আগস্ট ঈদুল আজহার দিন স্বপন মিয়াকে আশুলিয়ার বাইশমাইল এলাকায় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তাঁর স্ত্রী ও স্বজনরা। পরে তাঁর করোনা পরীক্ষা করা হলে পজিটিভ রিপোর্ট আসে। চিকিৎসাধীন অবস্থায় গতকাল সোমবার গভীর রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এরপর লাশ হাসপাতালে রেখেই স্ত্রী ও স্বজনরা পালিয়ে যান।
স্বজনদের না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বাইশমাইল এলাকায় একটি কবরস্থানে স্বপন মিয়াকে দাফন করার উদ্যোগ নিয়েছে।
এ বিষয়ে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, স্বপন মিয়ার স্বজনদের না পেয়ে তাঁরা লাশ দাফনের ব্যবস্থা করেছেন।