রাজশাহী নগরীর সাগরপাড়া এলাকায় সিটি করপোরেশনের ড্রেন নির্মাণের কাজ করতে গিয়ে দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস (৫০)। এরপর তার পরিবার চরম কষ্টে দিন পার করতে থাকে। বিষয়টি রাসিক মেয়র শোনার পর দুর্ঘটনায় মৃত নির্মাণ শ্রমিকের পরিবারকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা প্রদান করেন।
মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগর ভবনে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন দুখু বিশ্বাসের স্ত্রী মুক্তি বিশ্বাস ও তার ছেলে রাজ বিশ্বাসের হাতে অটোরিকশার চাবি তুলে দেন।
এ সময় নিহত নির্মাণ শ্রমিক দুখুর স্ত্রী ও তার ছেলে জীবিকা নির্বাহের অবলম্বন পেয়ে রাসিক মেয়রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
রাসিক সূত্র জানায়, গত ২৩ জুন মহানগরীর সাগরপাড়া এলাকায় কাজ করার সময় দুর্ঘটনায় মারা যান দুখু বিশ্বাস। ড্রেন নির্মাণের কাজ করছিল ঠিকাদারি প্রতিষ্ঠান খালেদ মোহাম্মদ সেলিম। কর্মরত অবস্থায় নির্মাণ শ্রমিক মারা যাওয়ায় তার পরিবারকে সহযোগিতার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন রাসিক মেয়র। সে মোতাবেক অটোরিকশাটি সরবরাহ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান।