কুমিল্লায় র্যাব-১১ এর সিপিসি-২ এর বিশেষ অভিযানে চান্দিনা থানাধীন মহিচাইল এলাকায় সিএনজি ডিসপেন্সার দিয়ে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় নগদ টাকা, ১৪০ টি সিলিন্ডারসহ ১টি কাভার্ড ভ্যান জব্দ ও দুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব ১১ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি গোয়েন্দা দল মঙ্গলবার ২১ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা চান্দিনা থানার মহিচাইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে কাভার্ড ভ্যানের ভিতরে সিলিন্ডার করে অবৈধভাবে সিএনজি গ্যাস সরবরাহের সময় ১৫ হাজার ৫০০ টাকাসহ ২জনকে হাতেনাতে গ্রেফতার করে।গ্রেফতারকৃত আসামি চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানার হরিণতোয়া গ্রামের
মোঃ আমিরুজ্জামানের ছেলে মোঃ আজিজ (২৫) ও কক্সবাজার জেলার চকরিয়া থানার ইসলামনগর গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ জায়নাল আবেদিন (২১)।
এর আগে ১৯ সেপ্টেম্বর র্যাব-১১, সিপিসি-২ কর্তৃক ফেনী জেলার ফেনী মডেল থানাধীন
দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনের আড়ালে অবৈধভাবে সিএনজি গ্যাস সরাবরাহকারী চক্রের ১৭ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছিল। গ্রেফতারকৃতরা দুজন ওই চক্রেরই একটি সিন্ডিকেটের সদস্য । আটককৃত আসামিদের বিরুদ্ধে কুমিল্লা চান্দিনা থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।