রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হলেন জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ এ.কে.এম আলমগীর জাহান। রোববার ১৯ সেপ্টেম্বর রাজশাহী রেঞ্জ কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সেরা ওসি হিসেবে তিনি পুরস্কার ও সম্মাননা অর্জন করেন।
জানা যায়, তৃনমূল অপরাধ বিশ্লেষন ও সমীক্ষা এবং অপরাধ পরিসংখ্যানের মাপকাঠি নিয়ন্ত্রনে রাজশাহী রেঞ্জে সেরা ও শ্রেষ্ঠ ওসি একেএম আলমগীর জাহানকে পুরস্কার ও সম্মানা ক্রেস্ট প্রদান করেন রাজশাহী রেঞ্জ পুলিশের ডিআইজি মোঃ আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। এ সময় উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলার পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, পিপিএম-সেবাসহ রেঞ্জ কার্যালয়ের সকল উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।