রাজধানীর মুগদা থানা এলাকা থেকে ১৫০০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর মুগদা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ নূর ইসলাম। তার বাড়ি শরিয়তপুরের নড়িয়া। বুধবার (১৫ সেপ্টেম্বর, ২০২১) বেলা ১৬:৫৫ টায় উত্তর মান্ডা এলাকা থেকে ইয়াবাসহ নূর ইসলামকে গ্রেফতার করা হয়।
উদ্ধার অভিযানে নেতৃত্ব দেয়া মুগদা থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) আশীষ কুমার দেব জানান, থানা এলাকায় বিশেষ অভিযানে থাকা একটি পুলিশ দল সংবাদ পান যে উত্তর মান্ডার হায়দার আলী স্কুল এন্ড কলেজের মূল গেইটের সামনে রাস্তার উপর এক ব্যক্তি ইয়াবা ক্রয়-বিক্রয় করছে।
এমন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে একজন ব্যক্তি কৌশলে পালানোর সময় গ্রেফতার করা হয় নূর ইসলাম নামের এক ব্যক্তিকে। এ সময় তার হাতে থাকা শপিং ব্যাগ থেকে উদ্ধার করা হয় ১৫০০ পিস ইয়াবা। মুগদা থানার রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।