কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, বুড়িচং থানার নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে বুড়িচং থানাধীন জগতপুর উত্তর পাড়া গ্রামের পাকা রাস্তা উপর থেকে মাদক ব্যবসায়ী মো. শাহাদাত হোসেন (২২) ও মো. সৈকত ইসলামকে (২০) ১৮ কেজি গাঁজাসহ গ্রেফতার করে থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করে বুড়িচং থানা পুলিশ।