কুমিল্লা র্যাব-১১ এর সিপিসি-২ এর পৃথক তিনটি অভিযানে ৫১০ পিস ইয়াবা, ৫০ বোতল ফেন্সিডিল, ১৫ কেজি গাঁজা ও ৬০ বোতল স্কাফ সিরাপসহ ৪ জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি ও একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
র্যাব সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর বিকালে কুমিল্লা কোতয়ালি থানাধীন আমড়াতলী ইউপির তৈলকুপি বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৫১০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সদর উপজেলার দুতিয়ার দিঘীর পাড় গ্রামের সামছুল হক খন্দকারের ছেলে মোঃ আপন মিয়া (৩৮)।
পৃথক অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি টিম একই দিন বিকেলে কোতয়ালী মডেল থানাধীন বারপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সিএনজি ও মোটর সাইকেলে বহন করে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় ৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কোতয়ালি থানার রঘুপুর গ্রামের আব্দুল হকের ছেলে মোঃ শান্ত মিয়া (২৬) ও বালুতোপা গ্রামের মোঃ জসিম উদ্দিনের ছেলে মোঃ শিপন (২৮)। এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত সিএনজি ও মোটর সাইকেলটিও জব্দ করা হয়।
পৃথক আরোও একটি অভিযানে মঙ্গলবার ১৪ সেপ্টেম্বর রাতে কোতয়ালি থানাধীন বামইল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি গাঁজা ও ৬০ বোতল স্কাফ সিরাপসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কোতয়ালি থানার মতিনগর গ্রামের মৃত আব্দুল জব্বার এর ছেলে মনু মিয়া
@ আব্দুল মান্নান (৫০)। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালি থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে র্যাব সদস্যরা