কুমিল্লা কোতয়ালী মডেল থানা পুলিশের পৃথক দুটি অভিযানে ১৭ কেজি গাঁজাসহ চারজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় কোতোয়ালি মডেল থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে কোতয়ালী থানাধীন ছত্রখিল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এবিএম গোলাম কিবরিয়ার নেতৃত্বে এএসআই হুমায়ুন কবির, এএসআই উৎপল ও সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ মোঃ মেহেদী হাসান(২২) ,মোঃ সুজন(২১), মোঃ রফিকুল ইসলাম(২১) নামের তিনজন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করে।
পৃথক একটি অভিযানে কোতয়ালী মডেল থানার এসআই উজ্জ্বল চন্দ্র বিশ্বাস, এসআই সাইফুজ্জামানের নেতৃত্বে এএসআই মোঃ দেলোয়ার হোসেন, এএসআই আরমান হোসেন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আশিককে গ্রেফতার করে । ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশ।