কুমিল্লার লালমাই থানাধীন বাহাদুরপুর এলাকা থেকে মোটর সাইকেলে করে মাদকদধব ̈ পরিবহনের সময় ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব ̈বসায়ী গ্রেফতার করা হয়। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়।
̈াব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ১২ সেপ্টেম্বর দুপুরে কুমিল্লা জেলার লালমাই থানার বাহাদুরপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোটর সাইকেলে করে মাদকদধব ̈ পরিবহনের সময় ১৩ কেজি গাঁজাসহ তিনজন মাদক ব ̈বসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারক…ত মাদক ব ̈বসায়ীরা হলোঃ কুমিল্লা জেলার লালমাই থানার বাহাদুরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মোঃ ইয়াকুব আলী (২৮), কালিকাপূর গ্রামের আব্দুল হাশেমের ছেলে মোঃ আমির হোসেন (২৪) ও দক্ষিন বড়তুলা (মোল্লা বাড়ী) গ্রামের মৃত সফিকুর রহমানের ছেলে মোঃ শাহাজান (২৮)।