কুমিল্লা জেলাকে মাদক মুক্ত করার জন্য পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক দিকনির্দেশনায় অফিসার ইনচার্জ, দেবিদ্বার থানার নেতৃত্বে পুলিশের একটি টিম গতকাল শনিবার থানা এলাকায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। আটকৃত আসামি মোঃ মোস্তাফিজুর রহমান প্রকাশ আবু(২৩) ও মোঃ আনোয়ার হোসেন(২০)। ধৃত আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে থানা পুলিশ।