সাতক্ষীরার আশাশুনির প্রতাপনগরে রিং বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি প্রবেশ করেছে। এতে তিন গ্রামের মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। শুক্রবার (১০ সেপ্টেম্বর) দুপুরের দিকে জোয়ারে প্রতাপনগর ইউনিয়নের হরিষখালী মানিক হাওলাদারের বাড়ির সামনে থেকে রিং বাঁধ ধসে পড়ায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, গত তিন-চারদিন ধরে নদীতে জোয়ারের পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে। এতে এলাকাবাসীর মাঝে শঙ্কা বিরাজ করছিল। এরই মাঝে শুক্রবার দুপুরে হঠাৎ করে রিং বাঁধের বড় একটি অংশ ধসে পড়ে।জোয়ারের সময় আনুমানিক ৫০ ফুট জায়গাজুড়ে রিং বাঁধ ধসে গিয়ে তীব্র গতিতে পানি প্রবেশ করেছে। এতে করে প্রতাপনগর পূর্ব, প্রতাপনগর পশ্চিম ও মাদারবাড়িয়া গ্রাম প্লাবিত হয়।
স্থানীয় বাসিন্দা মাসুম জানান, ঘূর্ণিঝড় আম্ফানে বেড়িবাঁধ ভেঙে গেলে রিং বাঁধ দেওয়া হয়। এক বছরের ব্যবধানে ঘূর্ণিঝড় ইয়াসে রিং বাঁধটি আবার ভেঙে যায়। স্থানীয়দের স্বেচ্ছাশ্রমে কোনো রকম সংস্কারের দুমাসের মাথায় রিংবাঁধটি দ্বিতীয়বারের মতো ভেঙে যায়।