রাজশাহী সীমান্তে অভিযান চালিয়ে ছয় লাখ টাকা মূল্যের এক হাজার ৪৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৩টায় বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এগুলো জব্দ করা হয়।
বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী ব্যাটালিয়নের (বিজিবি-১) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে বিজিবি-১ এর অধীনস্থ মীরগঞ্জ বিওপির হাবিলদার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান চালায়। এসময় বাঘা থানাধীন বারশিপাড়া নদীর পাড় এলাকা থেকে এক হাজার ৪৮৫ বোতল ভারতীয় ফেনসিডিল জদ্ধ করা হয়। যার মূল্য প্রায় ৫ লাখ ৯৪ হাজার টাকা।