একদিনে (৭ সেপ্টেম্বর) রাজধানীসহ সারাদেশে টিকা গ্রহন করেছে আরও ৩০ লাখ ১৬ হাজার ৭০৬ জন। তাদের মধ্যে প্রথম ডোজ গ্রহন করেছে ২ লাখ ২৫ হাজার ৬৭৮ জন ও দ্বিতীয় ডোজ গ্রহন করেছে ২৭ লাখ ৯১ হাজার ২৮ জন।প্রথম ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ এক লাখ ১৭ হাজার ৭৩৫ জন ও নারী এক লাখ ৭ হাজার ৯৪৩ জন।
দ্বিতীয় ডোজ গ্রহণকারীদের মধ্যে পুরুষ ১৪ লাখ ৭৮ হাজার ১২০ জন এবং নারী ১৩ লাখ ১২ হাজার ৯০৮ জন।৭ সেপ্টেম্বর পর্যন্ত রাজধানীসহ সারাদেশে সর্বমোট টিকা গ্রহণকারীর সংখ্যা ৩ কোটি ১৫ লাখ ৯৭ হাজার ৩২০ জন।
তাদের মধ্যে প্রথম ডোজের টাকা নিয়েছেন ১ কোটি ৯৮ লাখ ৪১ হাজার ২৯২ জন আর দ্বিতীয় ডোজের টিকা নিয়েছেন ১ কোটি ১৭ লাখ ৫৬ হাজার ২৮ জন। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (এমআইএস) ও লাইন ডিরেক্টর (এইচআইএস অ্যান্ড ই-হেলথ) অধ্যাপক ডা. মিজানুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।