নৌকা ভ্রমণে যাওয়া তিন বন্ধুকে আটকিয়ে রেখে বিকাশের মাধ্যমে টাকা হাতিয়ে নেয়া ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। গ্রেফতারকৃতরা হলো দ্বীন ইসলাম, সাকিব, তুহিন, লাদেন, মিনহাজ ও আদনান।
নৌ পুলিশের ট্রেনিং, লিগ্যাল অ্যান্ড মিডিয়া বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা জানান, গত ৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখে দুপুর আনুমানিক ১টার দিকে নরসিংদী সিটি কলেজ পড়ুয়া তিন বন্ধু ইঞ্জিন চালিত নৌকা দিয়ে করিমপুর থেকে আসার সময় ৯ সদস্যের একটি ছিনতাইকারী দলের খপ্পরে পড়ে। ছিনতাইকারী দলটি নৌকা থামিয়ে ভয়-ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে চারটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। পরবর্তী সময়ে ফোন করে একজনের মায়ের কাছ থেকে তার সন্তান মেরে ফেলার হুমকি দিয়ে বিকাশের মাধ্যমে বিশ হাজার টাকা হাতিয়ে নিয়ে তাকে ছেড়ে দেয়। অন্য দুই বন্ধুকে তারা আটকে রাখে।
তাদের গ্রেফতার সম্পর্কে পুলিশের এই কর্মকর্তা বলেন, আটকিয়ে রাখার খবর পাওয়া মাত্র স্থানীয় জেলা পুলিশের সহায়তায় নৌ পুলিশ করিম গঞ্জের একটি দল সাথে সাথে স্পিডবোট নিয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছয়জন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে নগদ ১৮৫০০ টাকা, চারটি মোবাইল ফোন, একটি চাপাতি ও একটি স্পিড বোর্ড জব্দ করা হয়।
আসামিদের বিরুদ্ধে নরসিংদী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে আসামি গ্রেফতার করে বিপদগ্রস্ত ছাত্রদের নিরাপদে তাদের স্বজনদের কাছে পৌঁছে দেয়া হয়েছে। নৌ পুলিশ নদী পথের নিরাপত্তা বিধানে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেন অতিরিক্ত পুলিশ সুপার সাথী রানী শর্মা।