পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি-মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইং) মো. সোহেল রানাকে বদলি করা হয়েছে। তাকে পুলিশ হেডকোয়ার্টার্সের এআইজি, ইন্সপেকশন-২ পদে বদলি করা হয়েছে।সোমবার (৬ সেপ্টেম্বর) পুলিশ মহাপরিদর্শক ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
অন্যদিকে, পুলিশ সদর দপ্তরের এআইজি মো. কামরুজ্জামানকে মাল্টিমিডিয়া অ্যান্ড পাবলিসিটি উইং থেকে মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স উইংয়ে পদায়ন করা হয়েছে।