স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে ওয়াহিদুল ইসলাম (৩০) নামের এক যুবককে গ্রেফতার করেছে বেনাপোল পোর্ট থানা পুলিশ। শনিবার (৪ সেপ্টেম্বর) বিকালে বেনাপোলের হোটেল ইন্টারন্যাশনাল থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওয়াহিদুলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন খান জানান, ওয়াহিদুল ইসলাম ঢাকা থেকে পালিয়ে এসে বেনাপোলের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন। এমন সংবাদে সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল ইন্টারন্যাশনাল আবাসিক হোটেল থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।