অনলাইনে বিজ্ঞাপন দেখে একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল কিনতে গিয়েছিলেন এক তরুণ। কিন্তু টেস্ট ড্রাইভের কথা বলে মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায় তরুণ। সম্প্রতি ঘটনাটি ঘটেছে গত মাসের ২৯ আগষ্ট বিকেলে কুমিল্লা সদর উপজেলার আলেখারচর মায়ামি হোটেলের সামনে।
ডিবি সুত্র জানায়, আবদুল্লাহ আল নোমান নামে এক তরুন তার কেনা নতুন একটি আর ওয়ান ফাইভ মোটরসাইকেল বিক্রির জন্য ফেসবুক অনলাইনে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে অনেকে কেনার জন্য তাকে ফোন করেন। তেমনই একজন ‘আগ্রহী ক্রেতা’ মেরাজ হোসেন সাকিব (২২) নামে এক তরুণ।
প্রাথমিক কথাবার্তার পর মোটরসাইকেলটি দেখতে চান সাকিব। এ জন্য মোটরসাইকেল বিক্রেতার সঙ্গে দেখা করেন কুমিল্লা আলেখাচর মিয়ামি হোটেলের সামনে। উভয়ের মাঝে কথাবার্তার এক পর্যায়ে টেস্ট ড্রাইভের নামে মোটরসাইকেলটি নিয়ে উধাও হয়ে যান সাকিব নামের তরুণ। দীর্ঘক্ষণ পরেও ফিরে না আসায় ঐ দিনই মোটরসাইকেল মালিক আবদুল্লাহ আল নোমান কোতয়ালী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করে।
একপর্যায়ে কুমিল্লা পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএম বিষয়টি তদন্তপুর্বক ব্যবস্থা গ্রহনের জন্য জন্য ডিবি পুলিশকে নির্দেশ প্রদান করেন।
জেলা গোয়েন্দা পুলিশের এলআইসি টিমের এসআই পরিমল চন্দ্র দাস পিপিএম বিষয়টি তদন্তের দায়িত্ব পেয়ে অল্প সময়ের মধ্যে ৩ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে দশটায় নোয়্খালী জেলার মাইজদী কোর্ট এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যাওয়া যুবক মেরাজ হোসেন সাকিবকে গ্রেফতার করেন। এ সময় তার হেফাজত থেকে চোরাইকৃত মোটরসাইকেলটিও উদ্ধার করা হয়। ধৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে ডিবি পুলিশ।