কুমিল্লা ব্রাক্ষণপাড়া থানা পুলিশের শুক্রবার ২৪ ঘন্টার পৃথক পৃথক অভিযানে গাঁজা ও ইস্কার্প সিরাপসহ তিন জন, নিয়মিত মামলায় একজন ও পরোয়ানাভুক্ত একজনকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুত্র জানায়, গতকাল শুক্রবার ব্রাক্ষণপাড়া থানা পুলিশের এসআই সাইফুল ইসলামের নেতৃত্বে এএসআই মতিউর রহমান ও সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ব্রাহ্মণপাড়া থানাধীন ব্রাহ্মণপাড়া বাজারের বিসমিল্লাহ ফুড ক্যান্টিনের সামনে পাকা রাস্তার উপর থেকে ৮ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর আলম(৪০) কে গ্রেফতার করা হয়। পৃথক অভিযানে এসআই আনোয়ার হোসেনের নেতৃত্বে এএসআই মতিউর রহমান সঙ্গীয় ফোর্সসহ ব্রাহ্মণপাড়া বাজারে খাজা মাইক সার্ভিস দোকানের সামনে পাকা রাস্তার উপর থেকে ৬ কেজি গাঁজা ও ১০ বোতল ইস্কার্প সিরাপসহ মাদক ব্যবসায়ী মাসুদ(৩৪) ও মেহেদী হাসান আকাশ(২৫)কে গ্রেফতার করে।
এছাড়া ব্রাহ্মণপাড়া থানার মামলা নং-৩, তারিখ-০৩/০৯/২০২১ইং, ধারা-নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী/ ০৩) এর ১১(গ)/৩০ এর এজাহারনামীয় আসামী মোসঃ জাহাঙ্গীর আলম(৩৫), পিতা-মৃত কুদ্দুছ মিয়া, গ্রাম-বেজুড়া, থানা-ব্রাহ্মনপাড়া, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। অপর এক পরোয়ানাভুক্ত আসামী মোঃ মানিক মিয়া(৪০), পিতা-অবিদ আলী, মাতা-মৃত শাহিনের নেছা, গ্রাম-নগরপাড়(আবিদ আলীর বাড়ী), থানা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করে আদালতে প্রেরণ করা হয়েছে।