কুমিল্লা জেলার বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপার ফারুক আহমেদ পিপিএমের সার্বিক নির্দেশনায় বরুড়া থানার অফিসার ইনচার্জ ইকবাল বাহারের নেতৃত্বে পুলিশের একটি টিম ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৬ ডাকাতকে গ্রেফতার করে।
পুলিশ সুত্র জানায়, শুক্রবার রাত দুইটা বিশ মিনিটের সময় থানা এলাকার আমড়াতলী লাইজলা ব্রীজের উপর সিএনজি দিয়ে রাস্তায় বেরিকেড সৃষ্টি করে ডাকাতির প্রস্তুতিকালে ১ টি সুইজ গিয়ার, ২ টি ছুরি, ১ টি কাঠের বাট যুক্ত ছোরা , ১ টি টিন কাটার কেচি, ১ টি লোহার রড়,১ টি লোহার পাইপ, ১ টি কাঠের হাতলযুক্ত দা ও একটি সিএনজিসহ ৬ ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করে বরুড়া থানা পুলিশ । গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো মোঃ আঃ ছালাম (২৮),আদনান আহম্মেদ ফয়সাল (২৬) , মোঃ শাহ জিলানী (৩৮), মোঃ কুতুবুর রহমান তারেক (২৮) ,ওসমান গনি (৪৫) ,মোঃ জহিরুল ইসলাম (৩৮)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে ডাকাতি মামলা রুজু করে থানা পুলিশ।