কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর তিনটি পৃথক অভিযানে সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম থেকে চার রাউন্ড গুলি, ৬টি কার্তুজসহ দুজন সন্ত্রাসী ও ছয় কেজি গাঁজা নিয়ে ২জন মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার ৩০ আগস্ট রাতে সদর দক্ষিন মডেল থানার সুবর্নপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ রাউন্ড পিস্তলের গুলি ও ৪ টি শটগানের কার্তুজসহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সন্ত্রাসী সদর দক্ষিন মডেল থানার সুবর্নপুর গ্রামের তাজুল ইসলাম এর ছেলে মোঃ বাহাদুর ইসলাম স্বপন (৪০)।
পৃথক অভিযানে র্যাব-১১ এর সিপিসি ২ এর একটি টিম জেলার চৌদ্দগ্রাম মডেল থানার আব্দুল্লাপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২টি শটগানের কার্তুজসহ একজনকে গ্রেফতার করে। ধৃত আসামি চৌদ্দগ্রাম মডেল থানার আব্দুল্লাপুর গ্রামের আব্দুল সোবহানের ছেলে মোঃ সোহরাব হোসেন (২১)।
পৃথক আরো একটি অভিযানে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল সোমবার ৩০ আগস্ট জেলার চৌদ্দগ্রাম মডেল থানাধীন জগমোহনপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম মডেল থানার জগমোহনপুর গ্রামের মৃত সুরুজ মিয়ার এর ছেলে মোঃ আবুল হাসেম (৩৫), একই এলাকার জসিম উদ্দিন এর ছেলে মোঃ মাসুদ রানা (২০)। গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সদর দক্ষিণ মডেল থানা ও চৌদ্দগ্রাম থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়।