চলচিত্র অভিনেত্রী রোজিনা নিজের জন্মস্থান রাজবাড়ীর গোয়ালন্দে নানার বাড়িতে আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নিয়েছেন । মসজিদটির নাম রাখা হয়েছে, খাদিজা জামে মসজিদ। প্রায় ৭ শতাংশ জায়গার উপর নির্মিত হচ্ছে একতলা মসজিদটি। এটি নির্মাণে ব্যয় হবে এক কোটি টাকা। রোজিনা তার ব্যক্তিগত তহবিল থেকে মসজিদটি নির্মাণ করছেন। গত বছরের ফেব্রুয়ারিতে মসজিদের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়। মসজিদের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে।
রোজিনা বলেন, আল্লাহর রহমতে মসজিদটির ফিনিশিংয়ের কাজ এখন চলছে। এ কাজের জন্য ঢাকা থেকে লোক নিয়েছি। এরমধ্যে চারুকলার শিল্পীও আছেন। প্রাচীন ঐতিহ্য ধরে রেখে মসজিদটির ডিজাইন করা হয়েছে। যেখানে দাঁড়িয়ে আজান দেয়া হয় সেই জায়গাটি মার্বেল পাথর দিয়ে তৈরি করা হয়েছে। যেহেতু আল্লাহর ঘর, তাই যতটা সম্ভব নান্দনিকভাবে মসজিদটি তৈরি করা হয়েছে। আশা করছি, দুই মাসের মধ্যে এর পুরোপুরি কাজ শেষ হবে।