কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর পৃথক তিনটি অভিযানে সদরের আমতলী,আলেখারচর ও সদর দক্ষিনের কোটবাড়ি বিশ্বরোড় এলাকা থেকে দশ হাজার পিস ইয়াবা ও ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় নারী মাদক ব্যবসায়িসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
র্যাব সুত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল বুধবার ২৫ আগস্ট রাতে কুমিল্লা কোতয়ালি থানাধীন ঢাকা চট্রগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৭ হাজার ৭৬০ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি ট্রাক চালক জামালপুর জেলার ইসলামপুর থানার চিনারচর গ্রামের মোঃ আছর উদ্দিন এর ছেলে মোঃ আব্দুল মমিন (২২), ও বগুড়া জেলার গাবতলী থানার লাংলু মধ্যপাড়া গ্রামের মোঃ মানিক হোসেন মন্ডল এর ছেলে মোঃ হেলাল (৩২)। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়।
পৃথক অভিযানে একই দিন রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার আলেখারচর এলাকা থেকে ৩ কেজি গাঁজাসহ গাজীপুর জেলার শ্রীপুর থানার ত্রিমোহনী গ্রামের মোসাঃ হ্যাপীকে নামের এক নারীকে গ্রেফতার করা হয়।
একই দিন রাতে আরও একটি অভিযানে কুমিল্লা সদর দক্ষিন মডেল থানাধীন কোটবাড়ী বিশ্বরোড এলাকা থেকে ১৮৯০ পিস ইয়াবাসহ মাদারীপুর জেলার সদর থানার হাড়িকুমারিয়া গ্রামের আজাদুর রহমান বাচ্চুর এর ছেলে মোঃ শাকিল আহম্মেদ (২৩)কে গ্রেফতার করা হয়।
কুমিল্লা র্যাব ১১ সিপিসি ২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন মাদকদ্রব্যসহ আসামিদের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। ধৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সংশ্লিস্ট থানায় পৃথক পৃথক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।