একজন দক্ষ ,বিচক্ষণ ও মানবিক পুলিশ কর্মকর্তা পরিদর্শক জয়নাল আবেদীন । তার বিচক্ষণতা ও দক্ষতায় কিশোরগঞ্জ মডেল থানার অনেক স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটনে সফল হয়। সম্প্রতি বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাংচুরের ঘটনার পর কিশোরগঞ্জের পুলিশ সুপার মাশরুকুর রহমান খালেদ বিপিএম (বার) মামলার রহস্য উদঘাটন করতে তদন্তের দায়িত্ব দিয়েছেন পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনকে।
মামলা তদন্তের দায়িত্ব পেয়ে পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীন মামলার ২০ ঘন্টার মধ্যেই আসামি সনাক্ত করেন। একপর্যায়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. মোস্তাক সরকারের নেতৃত্বে পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ ইব্রাহীম হোসেন, কিশোরগঞ্জ মডেল থানার ওসি আবু বকর সিদ্দিক পিপিএম ও এস.আই আলমাস আল রাজীসহ অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হন।
পুলিশ পরিদর্শক জয়নাল আবেদীনের এই অন্যন্য অবদানের জন্য বৃহস্পতিবার (১২ আগস্ট) সকালে পুলিশ লাইন্স ড্রিল শেডে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার তাকে স্পর্শকাতর মামলার রহস্য উদঘাটন ও আসামী গ্রেফতার করায় পুরস্কৃত করেন ।